ছবিটি চট্টগ্রামের দৈনিক পত্রিকা পূর্বকোণ থেকে সংগৃহীত |
না, এটি কোনো সিনেমার দৃশ্য নয়। নয় কোনো কোনো ফটোসপের কারসাজি। অভূতপূর্ব আকুলতায় ঘেরা দৃশ্যটি গ্রাম বাংলার আবহমান জীবন ধারার একটি বাস্তব চিত্র। মায়ের দুধ পান করছে ছাগল ছানা। সেই দৃশ্য অপার বিস্ময়ে উপভোগ করছে দুধের বয়সী শিশুটি। বোধশক্তিহীন কোমল শিশুটির
চিন্তায় কি যেন জানান দিচ্ছে ? হঠাৎ করে তা বলার সুযোগ নেই। সে কি ভাবছে, কোলে নিয়ে তার মা তাকে দুধ খাওয়ায় কিন্তু ছাগলছানাকে কেন তার মা কোলে নিয়ে দুধ পান করাচ্ছেনা ? অথবা দেখতে তার (মানুষের) মত নয় কিন্তু সেও কি দুধ খাচ্ছে ? নাকি অন্য কোনো মহাবিস্ময় শিশুটির নীরিক্ষনে ঘুরপাক খাচ্ছে ! যার আবেগ ও অনুভুতি 'হেরী পটারের' উপাখ্যানকেও হার মানায় ! যার অনুসন্ধান বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক 'স্টিফেন হকিংস'-এর অণুবীক্ষণ যন্ত্রের চেয়েও সুক্ষ এবং ধারালো ! আধুনিক যন্ত্রপাতি সমেত সুসজ্জিত গবেষণা কেন্দ্রের বাইরে এ কোন গবেষণা ! সত্যিই কি অপূর্ব এই অনুসন্ধিৎসু ভাব-ভঙ্গি ! কতই না গভীর এর তাৎপর্য ! এক নির্মল অসীমতায় ভরপুর শিশুটির দিগন্ত-জোড়া চাহনী ! গাছ থেকে আপেল পড়ার উপলক্ষ নিয়ে চিন্তা করতে করতে আইনস্টাইন আবিষ্কার করে ফেলেছিলেন মধ্যাকর্ষন-শক্তির থিওরী। না জানি, হয়তো সবাইকে অবাক করে দিয়ে এই শিশুটিই কোনো একদিন হয়ে উঠবে আর একজন 'আইনস্টাইন' অথবা 'হকিংস'।
No comments:
Post a Comment